স্ত্রীকে গলা টিপে হত্যা, স্বামীর যাবজ্জীবন

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৮ এপ্রিল, ২০২২ at ১০:৩৪ পূর্বাহ্ণ

স্ত্রীকে গলা টিপে হত্যার দায়ে খুলশী থানার একটি মামলায় আব্দুস সাত্তার নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। গতকাল বুধবার মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত এ রায় ঘোষণা করেন। এ সময় কাঠগড়ায় হাজির ছিলেন আসামি সাত্তার।

বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের কৌসুলি (পাবলিক প্রসিকিউটর) ফখরুদ্দিন চৌধুরী আজাদীকে বলেন, সন্দেহাতীতভাবে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত আব্দুস সাত্তারকে এ সাজা দিয়েছে। পুরো বিচার প্রক্রিয়ায় ১৭ সাক্ষীর মধ্য থেকে ১১ জনকে আমরা আদালতে হাজির করতে সক্ষম হয়েছি। তারা ঘটনার বর্ণনা দিয়ে সাক্ষ্য দিয়েছেন। এছাড়া আসামি নিজেও ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত বর্ণনা দিয়ে আদালতে সাফাই সাক্ষী দিয়েছেন।

২০১৫ সালের ৪ আগস্ট খুলশীর টাংকির পাহাড়ের ছাদেকের কলোনিতে স্ত্রী শাহেদা আক্তারকে গলা টিপে হত্যা করে আব্দুস সাত্তার। এক পর্যায়ে ঘটনা ধামাচাপা দিতে লাশ ওড়না দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়েও রাখা হয়। পরবর্তীতে আব্দুস সাত্তার আটক হলে খুলশী থানার এস আই মো. শামসুর রহমান মামলাটি দায়ের করেন। মামলার এজহারে বলা হয়, শাহেদাকে গলা টিপে হত্যার পর সন্তানকে নিয়ে আব্দুস সাত্তার বাসা থেকে বের হয়ে যান।

কিছুক্ষণ পর ফিরে গিয়ে তিনি ওড়না দিয়ে লাশ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে কান্নাকাটি শুরু করেন। তার এ আচরণ সন্দেহজনক হলে এলাকার লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

আদালত সূত্র জানায়, মামলাটি তদন্ত করে একই বছরের ২৮ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। পরবর্তীতে পুলিশের এ চার্জশিট আমলে নিয়ে পরের বছরের ৪ আগস্ট চার্জ গঠন করে আব্দুস সাত্তারের বিরুদ্ধে বিচার শুরু করে আদালত।

পূর্ববর্তী নিবন্ধঈদের ছুটিতে কাস্টমস হাউসে আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে
পরবর্তী নিবন্ধকসমেটিকস জুয়েলারি ও জুতার দোকানে ভিড়