স্ত্রী চলে যাওয়ার হতাশায় ‘আত্মহত্যা’

চন্দনাইশ প্রতিনিধি | মঙ্গলবার , ৩০ জানুয়ারি, ২০২৪ at ৮:৪৯ পূর্বাহ্ণ

চন্দনাইশে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তার নাম মোহাম্মদ সাকিব (২২)। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার দোহাজারী পৌরসভার ২ নং ওয়ার্ডে ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। স্থানীয়ভাবে জানা যায়, কুমিল্লা জেলার মোহাম্মদ বাদশা পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে দোহাজারী পৌরসভা এলাকায় বসবাস করে আসছে। তারা পৌরসভার ২ নং ওয়ার্ডস্থ একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিল। তার ছেলে সাকিব ১ বছর আগে বিয়ে করে। গত ২ মাস আগে তার স্ত্রী বাপের বাড়িতে চলে যাওয়ার পর আর ফিরে আসেনি। এ নিয়ে সে হতাশায় ভুগছিল বলে জানা যায়।

সাকিবের পিতা বাদশা জানান, প্রতিদিনের ন্যায় রাতে ভাত খাওয়ার পর কথাবার্তা শেষে তারা নিজ নিজ শয়ন কক্ষে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে সাকিবকে ঘুম থেকে ডাকতে গেলে তার কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা ঘরের জানালা খুলে সাকিবকে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায়। পরে খবর দিলে দোহাজারী তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঘরের বিমের সাথে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।

দোহাজারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই বিল্লাল হোসেন জানান, তার পরিবারের সাথে কথা বলে জানতে পারি সাকিব ১ বছর আগে বিয়ে করে। বিয়ের পর তাদের মধ্যে মনোমালিন্য হয় এবং গত ২ মাস আগে তার স্ত্রী বাপের বাড়ি চলে যায়। এরপর তার স্ত্রী আর ফিরে আসেনি। এ নিয়ে হতাশায় হয়তো সে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে সাকিবের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে বজল হত্যা মামলায় খুনের দায় স্বীকার
পরবর্তী নিবন্ধ৩৩ বছর পর দুজনের মৃত্যুদণ্ড