স্ত্রী গেলেন অনুষ্ঠানে, স্বামী করলেন আত্মহত্যা

আজাদী অনলাইন | শুক্রবার , ২৪ নভেম্বর, ২০২৩ at ৯:৪৮ অপরাহ্ণ

রাউজানে আশুতোষ তালুকদার (৪৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালক আত্মহত্যা করেছে।

আজ শুক্রবার বিকালে রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের তালুকদার বাড়িতে এই ঘটনা ঘটে। আত্মহননকারী ওই এলাকার দুলাল তালুকদারের ছেলে।

পরিবারের সদস্য ও স্থানীয়রা জানায়, শুক্রবার বিকালে পরিবারের সদস্যদের অগোচরে বসতঘরের শয়নকক্ষে সুপারি গাছের বিমের সাথে ওড়না পেছিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন আশুতোষ। তিনি দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন বলে জানিয়েছে তার পরিবার।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, স্ত্রী একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। ঘরে স্বামী আত্মহত্যা করেছে। তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার পঞ্চম শ্রেণীতে পড়ুয়া মেয়ে পায়েত্রী তালুকদার।

এরপর আকাশ তালুকদার নামে তার কাকাতো ভাই গিয়ে ঝুলন্ত লাশটি নিচে নামিয়ে আমাদের খবর দেয়। কারো কোনো অভিযোগ না থাকায় লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে সৎকারের অনুমতি দেয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমানবপাচারকারীরা পাঠালো লিবিয়ায়, প্রশাসন ফিরিয়ে আনল দেশে
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় টিলা কাটায় জরিমানা