স্ট্রোক ও হার্ট এটাক জনিত মৃত্যু বয়সের কারণে নাকি অন্য কিছু?

মো. আবু ছালেহ | শনিবার , ২৯ জুলাই, ২০২৩ at ৫:০৮ পূর্বাহ্ণ

আজকাল তরুণ যুবক কিংবা বৃদ্ধের মৃত্যুর সংবাদের কারণটা নিজের কাছে কেন জানি ভয়ংকর লাগে। হঠাৎ শুনি সুস্থ মানুষ আর নেই। কারণ জানতে চাইলে বলা হয় স্ট্রোক করেছে অথবা হার্ট এটাক করেছে। আসলে কি তাই? নাকি অন্য কিছু! একসময় মানুষের মৃত্যুর হার ছিল কম। জনসংখ্যা বৃদ্ধির ফলে তা ধীরে ধীরে বেড়ে চলেছে। এমন একটি দিন নেই আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে কেউ মারা যায়নি। সময়ের সাথে গুরুত্বও কমে যাচ্ছে মৃতের জানাজায় উপস্থিত থাকার। এই কয়েক দিনে জানাশুনা ও পরিচিত জনদের মধ্যে পাঁচ জনের মৃত্যুর খবর পেলাম। সবাই স্ট্রোক ও হার্ট এটাক জনিত কারণে। বয়স ৩০৪০ এর মধ্যে। কেউ কি আমরা চিন্তা করছি কেন এই অকাল মৃত্যু? আসলে মৃত্যু তো শেষ ঠিকানা তার অকাল কিংবা সকাল ভাবার সময় কোথায়। বিশ্ব জলবায়ু পরিবর্তন, আদ্রতা, পরিবেশ দূষণ, বিষাক্ত খাবার গ্রহণ, অপরিকল্পিত জীবন, অভাব অনটন এই সবের মধ্যে যখন আমাদের বসবাস তখন সেখানে মৃত্যু নিশ্চিত আজ অন্যের কাল আমার। তাই স্ট্রোক ও হার্ট এটাক হওয়ার আগে কারণগুলোকে বন্ধ করতে হবে। তা নাহলে আপনি আমি সুস্থ অবস্থায় অসুস্থ না হয়ে পলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সময় থাকতে সাবধান হোন সকলে। আগামীতে গড় আয়ু ৪০ পাওয়া দুস্কর হবে। আসুন পরিবেশ কে বাছাই গাছ লাগাই। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা বন্ধ করি। ফরমালিন মুক্ত খাবার গ্রহণ করি। বিষ মুক্ত সবজি চাষ করি। বিষাক্ত খাদ্য দ্বারা মুরগী ও মাছ চাষ বন্ধ করি। গরু মোটা তাজা করনের নামে ইনজেকশন ও ট্যাবলেট ব্যবহার বন্ধ করি। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর জীবন উপহার দিই।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন চাই
পরবর্তী নিবন্ধমুহররম মাসের পবিত্র আশুরা