স্ট্যান্ডার্ড ব্যাংকের বিজনেস রিভিউ সভা

| সোমবার , ১৩ মার্চ, ২০২৩ at ১০:৪৮ পূর্বাহ্ণ

স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের চট্টগ্রাম অঞ্চলের শাখা প্রধানদের অংশগ্রহণে বিজনেস রিভিউ সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ থেকে ১০ মার্চ দুই দিনব্যাপী ব্যাংকের আগ্রাবাদ শাখা চট্টগ্রামে অনুষ্ঠিত মিটিংয়ে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. হাবিবুর রহমান। সভাপতির বক্তব্যে হাবিবার রহমান সার্বিক ব্যাবসায়িক পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি ২০২৩ সালের জন্য ব্যবসায়িক কৌশল নির্ধারণ করেন এবং চলমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় দিক নির্দেশনা প্রদান করেন।

সভায় অন্যান্যের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মো. তৌহিদুল আলম খান, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট ও এসবিএল শরি‘আহ্‌ সেক্রেটারিয়েট মো. মোহন মিয়া, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আলী রেজা এবং চট্টগ্রামের আঞ্চলিক ব্যবস্থাপক মো. তারিক উজ্জামান উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদুর্দিনে দায়িত্ব পালন করেছেন কিন্তু আত্মপ্রচারে লিপ্ত ছিলেন না
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় ৩০ লাখ টাকার ইয়াবাসহ পাচারকারী গ্রেপ্তার