বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) অঙ্গপ্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডের পরিচালক মইন উদ্দীনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক মাহমুদুর রহমান বাদী হয়ে দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, এসএওসিএলের পরিচালক মইন উদ্দিন এলসির বিপরীতে ট্যাংকার হ্যান্ডেলিং, কন্টেইনার ও অন্যান্য চার্জ বাবদ মনগড়া রিকুইজিশন করে ভুয়া বিল তৈরি করেন। যাতে এসএওসিএলের বিভিন্ন একাউন্ট থেকে ৪২ কোটি ২৫ লাখ টাকা তার ব্যক্তিগত পিরামিড এঙ্মি লিমিটেডের হিসাবে স্থানান্তর করেন। এছাড়া ৩৮ কোটি ৮৫ লাখ টাকা গুডউইন পাওয়ার এর হিসাবে স্থানান্তর করেন। সবগুলো টাকাই নিজের প্রতিষ্ঠানে নিয়ে যান তিনি। যাতে সহযোগিতা করে ওই সময়ের মহাব্যবস্থাপক মো. শাহেদ। ২০১০ সাল থেকে ২০১৮ সালের মধ্য সময়ে ঘটনাগুলো ঘটে।
মামলায় উল্লেখ করা হয়, মইন উদ্দিন ভুয়া বিল ভাউচার করে কর্মচারীদের দিয়ে নগদে চেকের মাধ্যমে এসব অর্থ তুলে নেয়। যা দিয়ে তিনি নিজের ও স্ত্রীর নামে ফ্ল্যাট, গাড়ি ক্রয় করেন। সব চেক ও ভাউচারে শাহেদের স্বাক্ষর দিয়ে টাকা উত্তোলন করা হয়। তাই সব বিষয়ে সাহেদ সহযোগিতা করেন প্রতিয়মান হয়। উল্লেখ্য, গত অক্টোবর মাসে কোভিড সাসপেক্টেড হয়ে মহা ব্যবস্থাপক মো. শাহেদ মারা যান।