স্টেশন রোডের সৈকত বারে আগুন

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৬ আগস্ট, ২০২৫ at ৫:১৪ পূর্বাহ্ণ

নগরীর স্টেশন রোড়ে বাংলাদেশ পর্যটন করপোরেশনের মোটেল সৈকত বার ও রেস্টুরেন্টে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে বারের একটি অংশ পুড়ে গেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নন্দনকানন ও আগ্রাবাদ স্টেশন থেকে তিনটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সৈকত বারের উপরের অংশ থেকে প্রথমে ধোঁয়া উঠতে দেখা যায়। মুহূর্তেই আশপাশের মানুষ সেখানে জড়ো হন। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নেভানোর কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের কর্মী খলিলুর রহমান জানান, আগুন লাগার সংবাদ পেয়ে নন্দনকানন ও আগ্রাবাদের তিনটি গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। সকাল পৌনে ৯টার দিকে আগুন লাগলে ১০টার দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়। তিনি বলেন, বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনে ওই বারের আট লাখ টাকার সমপরিমাণ মালামাল পুড়ে গেছে।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট সরকারের পতনের দিনে দুর্বৃত্তরা বারটিতে ভাঙচুর ও লুটপাট চালিয়েছিল। পরে সংস্কার শেষে এটি পুনরায় চালু করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবাকলিয়ায় অনুমোদনহীন ৪ কারখানা থেকে পলিথিন জব্দ, ৫ লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধবাকলিয়ায় ১২ ভবনের নকশা বহির্ভূত অংশ ভেঙে দিল সিডিএ