নগরের স্টেশন রোড, নিউ মার্কেট মোড় ও রেয়াজুদ্দিন বাজার এলাকায় অবৈধভাবে ফুটপাত দখল করে বসা দোকানপাট উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। এ সময় ট্রেড লাইসেন্স না থাকায় ৯ ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা।
তিনি বলেন, পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে যেসব দোকান ফুটপাত দখল করে আছে, তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। যাদের ট্রেড লাইসেন্স নেই, তাদের লাইসেন্স নিতে হবে, অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আগে হকার নেতারা বেলা ৩টার পরে ব্যবসা পরিচালনার কথা বললেও তারা তা অনুসরণ করেননি। তবে অভিযানের পর বেলা ৩টার আগে হকাররা ব্যবসা পরিচালনা করবেন না। যখন ব্যবসা করবে তখন স্থাপনা নির্মাণের পরিবর্তে চাকাযুক্ত গাড়িতে ভ্রাম্যমাণভাবে ব্যবসা করবে।