স্টেশন রোডে খতমে বুখারি শরিফ

| শনিবার , ২০ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:৫০ পূর্বাহ্ণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (.) উপলক্ষে নগরীর স্টেশন রোডে মেসার্স তৈয়্যবীয়া ফার্মের উদ্যোগে খতমে বুখারি শরিফ গত ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। এতে মুখ্য আলোচক ছিলেন অধ্যক্ষ আল্লামা হাফেজ আবদুল আলিম রিজভী কাদেরী।

ইমাম শেরে বাংলা (রহ.) সুন্নী ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক মুহাম্মদ আলী হোসেন আরিফের সভাপতিত্বে মাহফিলে উপস্থিত ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার অধ্যক্ষ হাফেজ আবদুল আলিম রিজভী, হাফেজ আশরাফুজ্জামান আল কাদেরী, আবুল হাশেম শাহ, আবু তাহের কাদেরী, অধ্যাপক গোলাম মোস্তফা মুহাম্মদ নুরুন্নবী আল কাদেরী, . জালাল উদ্দিন আল আজাহারী, মাওলানা ইলিয়াস আল কাদেরী, . লিয়াকত আলী আল কাদেরী, আলাউদ্দিন আল কাদেরী, ইউনুস রজভী, মুফতি ফরিদুল আলম রেজভী, উপাধ্যক্ষ জুলফিকার আলী আল কাদেরী, মাওলানা ইলিয়াছ আল কাদেরী, মাওলানা আবদুস সাত্তার নুরী, . মতিউর ইসলাম কাদেরী, মাওলানা তারিকুল ইসলাম, মাওলানা নাঈমুল হক, মঞ্জুরুল হক চৌধুরী, অ্যাড. নাছির উদ্দিন, মুহাম্মদ আবদুর রহিম সওদাগর, শাহজাদা জোবাইদুল ফকির প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধক্লাসিক্যাল তবলা স্টুডেন্ট’স ফোরামের তবলা তরঙ্গিনী
পরবর্তী নিবন্ধচতুরঙ্গ সঙ্গীত নিকেতনের রজতজয়ন্তী