চট্টগ্রামের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ৪টি দেশীয় ছোরা উদ্ধার করা হয়।
গত রবিবার দিবাগত রাত দেড়টায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, পুরাতন স্টেশন সংলগ্ন গ্রামীণ মাঠের পাশে একটি খালি জায়গায় একদল ডাকাত দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। কোতোয়ালী থানার এসআই মো. কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি টিম তাৎক্ষণিক সেখানে অভিযান চালিয়ে ডাকাত দলের পাঁচ সদস্যকে হাতেনাতে আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন মো. সোহেল ওরফে কাউছার (২৫), মো. জালাল হোসেন ওরফে বাচা মিয়া (৩৫), মো. তানভীর ওরফে তোফাজ্জল (২২), সাকিব (২০) ও মো. নুর নবী (২০)। পুলিশ জানায়, আটককৃতরা চিহ্নিত ছিনতাইকারী ও ডাকাত দলের সদস্য। তারা নগরীর বিভিন্ন এলাকায় পথচারীদের ওপর হামলা চালিয়ে টাকা, মোবাইল ও দামী জিনিসপত্র লুট করে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। অভিযানের সময় আরও ৪–৫ জন পালিয়ে যায়, যাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।