দা’ওয়াতে ইসলামি বাংলাদেশের চট্টগ্রাম সিটির শিক্ষা বিভাগের আয়োজনে একটি অনুপ্রেরণামূলক ‘স্টুডেন্ট সেমিনার’ গতকাল সকালে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানের মূল বিষয় ছিল, “শিক্ষার্থীদের স্বপ্ন কেমন হওয়া উচিত?” সেমিনারে প্রধান অতিথি ছিলেন দা’ওয়াতে ইসলামির কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা আব্দুল ওয়াহাব আত্তারী।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সাউদার্ন ইউনিভার্সিটির সাবেক এসিস্ট্যান্ট প্রফেসর মুহাম্মদ সাজ্জাদ হোসেন। এ ছাড়াও চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সকাল ১০টা ৩০ মিনিটে পবিত্র কুরআন তেলাওয়াত ও নাতে রাসুল সাঃ পরিবেশনার মধ্য দিয়ে সূচনা হয়ে দুপুর ১টা ৩০ মিনিটে সমাপ্ত হওয়া এই সেমিনারে বক্তারা শিক্ষার্থীদের আত্ম–উন্নয়ন, নৈতিক বিকাশ এবং দ্বীন ও দুনিয়াবি শিক্ষার ভারসাম্য রক্ষার গুরুত্ব তুলে ধরেন। তারা আরও আলোচনা করেন ইলম অর্জনের গুরুত্ব সম্পর্কে এবং একজন ছাত্রের আইডল কেমন হওয়া উচিত সে সম্পর্কে। প্রেস বিজ্ঞপ্তি।