ধোঁয়া নির্গত করে পরিবেশ দূষণের দায়ে নাসিরাবাদ শিল্প এলাকার সালেহ স্টিল লিমিটেডকে ১০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল সোমবার বিকেলে সালেহ স্টিল কর্তৃপক্ষের প্রতিনিধির উপস্থিতিতে এক শুনানি শেষে এ জরিমানা করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক নূরুল্লাহ নূরী। এর আগে গত বছরের ১২ নভেম্বর একই অভিযোগে প্রতিষ্ঠানটিকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছিল।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, দৈনিক আজাদীতে সংবাদ প্রকাশের পর পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম গবেষণাগার কার্যালয় নাসিরাবাদ শিল্প এলাকার বাতাসের নমুনা সংগ্রহ করে। গত ১১ নভেম্বর তারিখে গবেষণাগারের বায়ুমান বিশ্লেষণী ফলাফলে সালেহ স্টিলের দক্ষিণ ও পশ্চিম পাশে বাতাসের এসপিএম (সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার) মান পাওয়া যায় ৪৬৮ পিপিএম ও ৩০৮ পিপিএম। কিন্তু পরিবেশ সংরক্ষণ বিধিমালা মোতাবেক গ্রহণযোগ্য মান ২০০ পিপিএম।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক নূরুল্লাহ নূরী দৈনিক আজাদীকে বলেন, ধোঁয়া নির্গত করে পরিবেশ দূষণের দায়ে সালেহ স্টিলকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাদের এটিপি (এয়ার ট্রিটমেন্ট প্লান্ট) আধুনিকায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত ৩০ অক্টোবর দৈনিক আজাদীতে ‘নাছিরাবাদ জুড়ে ধোঁয়ার কুণ্ডলি; স্টিল মিলের ধোঁয়ার দূষণে বিপর্যস্ত পরিবেশ’ শীর্ষক সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।
বহদ্দারহাট কাঁচাবাজারে পরিবেশের অভিযান: নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে পলিথিন বিরোধী অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। গতকাল সোমবার পরিচালিত অভিযানে ৫ দোকানিকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরীন ফেরদৌসী। এসময় ৮শ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়েছে।