মেন্টরস চট্টগ্রামের উদ্যোগে শিক্ষার্থীদের আন্তর্জাতিক উচ্চশিক্ষার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে স্টাডি ইন অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড ওপেন ডে ২০২৬। আজ বৃহস্পতিবার মেন্টরস চট্টগ্রাম অফিসে এই ব্যতিক্রমধর্মী শিক্ষা মেলার আয়োজন করা হয়েছে। দুপুর ২.৩০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলমান এই এক্সপোতে অংশগ্রহণ করবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের স্বনামধন্য ও স্বীকৃত বিশ্ববিদ্যালয়সমূহ। এসব বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ প্রতিনিধি সরাসরি উপস্থিত থেকে আগ্রহী শিক্ষার্থীদের একাডেমিক প্রোফাইল যাচাই করবেন এবং স্পট অ্যাডমিশনের সুযোগ প্রদান করবেন।
এই শিক্ষা মেলায় শিক্ষার্থীরা এক জায়গায় জানতে পারবেন– ভর্তির যোগ্যতা ও প্রয়োজনীয় শর্তাবলি, স্কলারশিপ ও ফান্ডিং সুবিধা, কোর্স নির্বাচন ও ক্যারিয়ার গাইডলাইন এবং ভিসা প্রসেসিং সংক্রান্ত সম্পূর্ণ ও আপডেট তথ্য। ইউনিভার্সিটির প্রতিনিধিদের পাশাপাশি মেন্টরসের অভিজ্ঞ ও প্রশিক্ষিত কাউন্সিলরগণ মেলায় উপস্থিত থাকবেন। তারা আগ্রহী শিক্ষার্থীদের শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতা প্রদান করবেন।
উল্লেখ্য, এই শিক্ষা মেলা সবার জন্য উন্মুক্ত। যারা বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনা করছেন, তাদের মেলায় অংশগ্রহণের সময় প্রয়োজনীয় একাডেমিক ডকুমেন্টের স্ক্যান কপি সঙ্গে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে, যাতে দ্রুত ও কার্যকর পরামর্শ গ্রহণ করা সম্ভব হয়। আপনার ভবিষ্যৎ গড়ার সঠিক সিদ্ধান্ত নিতে স্টাডি ইন অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড ওপেন ডে ২০২৬ হতে পারে আপনার জন্য সেরা সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন : মেন্টরস, মান্নান ভবন, ১৫৬ নূর আহমেদ সড়ক, জুবিলি রোড, চট্টগ্রাম। ০১৭১৩২৪৩৪৩২, ০১৬৮৮৪৫৪৫৪৫।












