চিটাগাং ক্লাব আয়োজিত ঢাকার গুলশান ক্লাব ও চিটাগাং ক্লাবের মধ্যকার ক্লাসিক স্কোয়াশ টুর্নামেন্ট গত শুক্রবার চিটাগাং ক্লাব স্কোয়াশ কোটে সস্পন্ন হয়। খেলায় গুলশান ক্লাবকে ৪–২ সেটে হারিয়ে চ্যাম্পিয়নশিপ অর্জন করে চিটাগাং ক্লাব দল। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিটাগাং ক্লাব চেয়ারম্যান মিয়া মোহাম্মদ আব্দুর রহিম। তিনি বিজয়ী ও বিজীত দলের হাতে পুরস্কার তুলে দেন। বক্তব্য রাখেন বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ও চিটাগাং ক্লাব মেম্বার মীর্জা মোহাম্মদ সালমান ইস্পহানী। স্বাগত বক্তব্য রাখেন চিটাগাং ক্লাব নির্বাহী কমিটির সদস্য ও স্কোায়াশ বিভাগের মেম্বার ইনচার্জ সালামত উল্লাহ বাহার এমবিএ। অনুষ্ঠানে ক্লাব নির্বাহী কমিটি মেম্বার যথাক্রমে ডা. ফাহিম হাসান রেজা, আ্যডভেকেট সাবরিনা চৌধুরী, মোহাম্মদ ইয়াকুব এবং স্কোয়াশ প্রশিক্ষণ প্রাপ্ত ২৩ জন সিসিএল মেম্বার ও তাদের পরিবারের সদস্য সহ আন্তর্জাতিক ইরানী কোচ মোহাম্মদ জাবেদ মহসিন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রাপ্তদের হাতে সনদ তুলে দেয়া হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সিসিএল স্কোয়াশ বিভাগের কনভেনর সাজ্জাদ আরেফিন আলম। এই ক্লাসিক টুর্নামেন্টে চিটাগাং ক্লাবের হয়ে খেলেন সাজ্জাদ আলম,ফায়াজ রহমান, ফজলে ওয়ালী আহমেদ, গালীব মির্জা, সরওয়ার টিটু, সমির সীং ও মার্কার সাইফুল এবং গুলশান ক্লাবের হয়ে খেলেন আবিদ মনসুর,ফারাজ রহিম,এহসান মোয়াজ্জেম, এরশাদ খান, সায়মুন সোবহান, জীসান খান ও মার্কার শহীদ।