সরকারের নির্দেশনা অনুসারে স্কুলে স্কুলে গতকাল (১ জানুয়ারি) থেকে বই বিতরণ শুরু হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী অথবা অভিভাবকদের হাতে বই তুলে দেওয়া হয়।
কদম মোবারক সরকারি প্রাথমিক বিদ্যালয় : কদম মোবারক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে বই বিতরণ করেন সাবেক কাউন্সিলর জহর লাল হাজারী। ইমরান হোসেন জুয়েলের সভাপতিত্বে ও প্রধান শিক্ষিকা মনোয়ারা আখতারের পরিচালনায় এতে যুবলীগ নেতা জসিম মঞ্জুসহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
কোকদন্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয় : বাঁশখালী প্রতিনিধি জানান, কোকদন্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে গতকাল শুক্রবার নতুন বই বিতরণ করা হয়। বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণপ্রসাদ সেন। এতে প্রধান অতিথি ছিলেন কালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আ.ন.ম. শাহাদত আলম। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবুল হাশেম, প্রদীপ কুমার গুহ, শিক্ষক খোকন কর, নারায়ণ সরকার, স্বপন কান্তি বিশ্বাস, অনিল ধর, মো. ইদ্রিস প্রমুখ।
ফতেয়াবাদ উচ্চ বিদ্যালয় : ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে গতকাল বই বিতরণ করা হয়। প্রধান শিক্ষক আলী নাসের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কদর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মোসলিম উদ্দিন, অভিভাবক প্রতিনিধি মো. জানে আলম। শিক্ষক আজিজুল হকের উপস্থাপনায় এতে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মো. সোহরাব হোসেন মোড়ল, মাওলানা সাইফুল আলম, শওকতের রহমান, প্রাক্তন ছাত্র রিমন মুহুরী, ফিরোজ আলম হোসেন, মোহাম্মদ সিরাজ উদ দৌলা। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখে নবাব সিরাজ সিফাত, অপূর্ব বিশ্বাস ও মোহাম্মদ ওমরাজ।
আকুবদন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় : বোয়ালখালীর ৪৮ নং আকুবদন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল স্কুল পরিচালনা কমিটির সভাপতি আবুল মনসুরের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত রাশেদুল ইসলাম সঞ্চালনায় বই বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পোপাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম জসিম উদ্দিন। প্রধান বক্তা ছিলেন আকুবদন্ডী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মো. নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটি সহ-সভাপতি ইয়াছিন আক্তার, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মানস কান্তি চৌধুরী, শ্যামল কুমার দে, কলি রায় লালা, জেসমিন আক্তার, জনি তালুকদার।
মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় : মুরাদপুর শহীদ জানে আলম সড়কস্থ মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল বই বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি কপিল উদ্দিন খোকন, শিশুসাহিত্যিক কবি তসলিম খাঁ, প্রধান শিক্ষক তাসমিন আকতার, সহকারী শিক্ষক মো. আলী, সহকারী শিক্ষক মেরী চৌধুরী, শিখা রানী দাশ, দোরদানা সিদ্দীকা, কওছার আফরোজ ও আয়েশা আকতার মুক্তা।
বঙ্গমাতা ফজিলাতুন্নেছা প্রাথমিক বিদ্যালয় : নগরীর বাকলিয়ায় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ে গতকাল বই বিতরণ করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি লায়ন দিলীপ কুমার শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাকলিয়া বাস্তুহারা সমবায় সমিতির সভাপতি মো. শামশুল আলম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির অর্থ-সম্পাদক শোয়েব বিন ফেরদৌস চৌধুরী, প্রচার-সম্পাদক মো. সেলিম সওদাগর, প্রধান শিক্ষক কাজল কান্তি দেব, শিক্ষিকা নুর নাহার বেগম, রীতা শীল। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মাসুক ইলাহী।
পাঁচলাইশ বন গবেষণাগার সরকারি প্রাথমিক বিদ্যালয় : পাঁচলাইশ থানাধীন বন গবেষণাগার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল বই বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন স্কুলের সভাপতি কে. বি. এম শাহাজাহান। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মর্জিনা আক্তার, সহকারী শিক্ষক রুবিন শাহীন, সহকারী শিক্ষক আবদুল করিম, সহকারী শিক্ষক ফরিদা কবির।