লকডাউনের কারণে বাধাগ্রস্ত হচ্ছে এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ কার্যক্রম। অনলাইন ছাড়া সশরীরে স্কুলে গিয়ে ফরম পূরণ করতে পারছে না তারা। বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর প্রদীপ চক্রবর্তী আজাদীকে বলেন, এসএসসির ফরম পূরণ স্থগিত হয়নি। লকডাউনের কারণে স্কুলে এর কার্যক্রম বন্ধ রয়েছে। তবে অনলাইনে কার্যক্রম চলছে। যারা অনলাইনে করতে পারবে না তাদের লকডাউন পরবর্তী পর্যাপ্ত সুযোগ দেয়া হবে। তখন বিলম্ব ফি ছাড়াই স্কুলে গিয়ে শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবে। গত ১ এপ্রিল থেকে এসএসসির ফরম পূরণ কার্যক্রম শুরু হয়। শেষ হওয়ার কথা ছিল ৭ এপ্রিল।