স্কুলে পতিত জায়গায় সবজি চাষ

উচ্ছ্বাসের সাথে যত্ন করছে শিক্ষার্থীরা

সীতাকুণ্ড প্রতিনিধি | সোমবার , ২১ নভেম্বর, ২০২২ at ৬:৪৮ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের ৭৭টি স্কুলে পতিত জায়গার উপর সবজির বাগান করা হচ্ছে। সরকারি নির্দেশনা মেনে স্কুলের পতিত জায়গায় তারা সবজির আবাদ করছে। আর শিক্ষার্থীরা সবজির চারা যত্নের পাশাপাশি বাগানের শেডের মাটিতে থাকা ঘাস ও আগাছাগুলো উচ্ছ্বাসের সাথে পরিষ্কার করছে। গতকাল উপজেলার মসজিদ্দা সরকারি পাথমিক বিদ্যালয়, পূর্ব সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গুলিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাদেক মস্তান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, পতিত জায়গায় সবজি বাগানে রোপণ করা লাউ, টমেটো, মরিচ, বেগুন ও পেঁপে গাছে পানি দেওয়ার পাশাপাশি নিয়মিত পরিচর্যা করছে খুদে শিক্ষার্থীরা।

বাড়বকুণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী হামিম আব্দুল্লাহ ও নাজিফা হাসান জানায়, বিদ্যালয়ের মাঠে সবজির আবাদে কাজ করতে পেরে তারা দারুণ আনন্দিত। গাছে পানি দেয়ার পাশাপাশি মাটিতে থাকা আগাছাগুলো তারা নিজ হাতে পরিষ্কার করে। তাদের সাথে এ কাজে অংশগ্রহণ করে পঞ্চম ও তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা। বাড়বকুণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক খুরশিদ আলম বলেন, তারা উপজেলা শিক্ষা কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী বিদ্যালয়ের মাঠের পশ্চিম পাশের পতিত জায়গায় ৮টি শেড তৈরি করেছেন। আর তৈরি করা শেডগুলোতে লাগিয়েছেন লাউ, বেগুন, মরিচ ও পেঁপেসহ বিভিন্ন ধরনের সবজি।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুচ্ছোপা জানান, সীতাকুণ্ডে ৯৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকলেও ২১টি বিদ্যালয়ে পতিত কোনো জায়গা খালি নেই। তবে যে ৭৭টি বিদ্যালয়ের মাঠের পাশে পতিত জায়গা রয়েছে সেখানে গত বৃহস্পতিবার থেকে সবজির আবাদ শুরু করেছেন তারা। ইতিমধ্যে ৭৭টি বিদ্যালয়ের পতিত জায়গায় রোপণ করা হয়েছে শীতকালীন নানা ধরনের সবজি।

উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্লাহ জানান, বিদ্যালয় আঙিনায় সবজির বাগান করতে তারা শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনের পাশাপাশি যে সব বীজ তাদের কাছে আছে তা দিয়ে সহায়তা করছেন। ইতিমধ্যে উপজেলার বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে সবজির বীজ ও চারা বিতরণ করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শাহাদাত হোসেন বলেন, বিদ্যালয় আঙিনায় সবজি বাগানে একদিকে যেমন পতিত জায়গা আবাদী জায়গায় পরিণত হবে; অন্যদিকে আমাদের খুদে শিক্ষার্থীরা গাছ ও প্রকৃতিকে ভালোবাসতে শিখবে। আমরা চাই শিক্ষার্থীরা নিজের পাশাপাশি দেশ ও দশের কল্যাণে ঝাঁপিয়ে পড়ুক। এসব সবজির চাষাবাদ দেখে ও শিখে শিক্ষার্থীরা নিজ বাড়ির আঙিনায় চাষাবাদ করতে উদ্বুদ্ধ হবে বলে তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধপুলিশকে স্প্রে মেরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনতাই
পরবর্তী নিবন্ধময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই দম্পতিসহ নিহত ৫