হ্যান্ডবল একাডেমি চট্টগ্রামের ব্যবস্থাপনায় এবং ইস্পাহানী গ্রুপ অফ কোম্পানীজের পৃষ্ঠপোষকতায় ইস্পাহানী স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট (বালক–বালিকা) ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে।
চট্টগ্রামের যে সকল স্কুল এই হ্যান্ডবল টুর্নামেন্টে অংশ নিতে ইচ্ছুক তাদেরকে আগামী ১৭ ফেব্রুয়ারির মধ্যে নিজস্ব স্কুল প্যাডে,সাধারণ সম্পাদক, হ্যান্ডবল একাডেমি, চট্টগ্রাম বরাবরে নাম অন্তর্ভূক্ত করতে বলা হয়েছে। ই–মেইলেও নাম অন্তর্ভূক্ত করা যাবে। handballacademychattogrambang1@gmail.com যোগাযোগ: সাধারণ সম্পাদক মোহাম্মদ মারুফ–০১৭১১৬৬৬৯৯৮।