স্কুল হ্যান্ডবল টুর্নামেন্টে এন্ট্রি আহবান

| বৃহস্পতিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৪ at ৭:৫২ পূর্বাহ্ণ

হ্যান্ডবল একাডেমি চট্টগ্রামের ব্যবস্থাপনায় এবং ইস্পাহানী গ্রুপ অফ কোম্পানীজের পৃষ্ঠপোষকতায় ইস্পাহানী স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট (বালকবালিকা) ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে।

চট্টগ্রামের যে সকল স্কুল এই হ্যান্ডবল টুর্নামেন্টে অংশ নিতে ইচ্ছুক তাদেরকে আগামী ১৭ ফেব্রুয়ারির মধ্যে নিজস্ব স্কুল প্যাডে,সাধারণ সম্পাদক, হ্যান্ডবল একাডেমি, চট্টগ্রাম বরাবরে নাম অন্তর্ভূক্ত করতে বলা হয়েছে। ইমেইলেও নাম অন্তর্ভূক্ত করা যাবে। handballacademychattogrambang1@gmail.com যোগাযোগ: সাধারণ সম্পাদক মোহাম্মদ মারুফ০১৭১১৬৬৬৯৯৮।

পূর্ববর্তী নিবন্ধ১ম বিভাগ ক্রিকেট লিগে অংশগ্রহণকারী দলসমূহের জ্ঞাতার্থে
পরবর্তী নিবন্ধগোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠীর তৃতীয় বিভাগ ফুটবল পরিচালনা কমিটি গঠিত