হকি কেন্দ্র আয়োজিত স্কুল হকি লিগে প্রথম পর্বের শেষ ম্যাচে স্বাগতিক মিউনিসিপ্যাল স্কুল ৩–২ গোলে চসিক হাতে খড়ি স্কুলকে পরাজিত করে সুপার থ্রি পর্বে উত্তীর্ণ হয়েছে। গতকাল মিউনিসিপ্যাল স্কুল মাঠে অনুষ্ঠিত খেলা শুরুর ১ম মিনিটে সম্মিলিত আক্রমণ থেকে অধিনায়ক কাউসারের ফিল্ড গোলে (১–০) এগিয়ে যায় হাতে খড়ি। ২য় কোয়ার্টারে ২২মিনিটের সময় আরাফাতের ফিল্ড গোলে (১–১) সমতায় ফিরে মিউনিসিপ্যাল। বিরতির পর ৩য় কোয়ার্টারে ৩৬ মিনিটের সময় অধিনায়ক কাউসারের বাড়ানো থ্রু পাস থেকে ফরোয়ার্ড সোহান চাতুর্যপূর্ণ ফ্লিকে গোল করলে আবারো (২–১) এগিয়ে যায় হাতে খড়ি। এরপর মাঝমাঠ নিয়ন্ত্রণে নিয়ে উপর্যুপরি আক্রমণ শানিয়ে ৪২ মিনিটে রফিকের প্যারালাল পাস থেকে আদিত্যর ফিল্ড গোলে (২–২) সমতায় ফিরে মিউনিসিপ্যাল স্কুল। ৪র্থ কোয়ার্টারে ৫৫ মিনিটে আদিত্যর আবারো ফিল্ড গোলে (৩–২) ম্যাচ জিতে নেয় মিউনিসিপ্যাল স্কুল। লিগের প্রথম পর্বের ৩ ম্যাচ শেষে ৩ জয়ে ৯ পয়েন্ট অর্জন করে তালিকার শীর্ষ স্থান নিয়ে সুপার থ্রি পর্বে খেলবে মিউনিসিপ্যাল স্কুল। পক্ষান্তরে সমসংখ্যক খেলায় ৪ পয়েন্ট অর্জন করে তালিকার ২য় স্থানে থেকে সুপার থ্রি পর্বে খেলবে। এ পর্বের অপর দল জে,এম,সেন স্কুল, তাদের সংগ্রহ ৩ পয়েন্ট। খেলার আম্পায়ার ছিলেন মহসিনুল হক চৌধুরী, রাইয়ান চৌধুরী। খেলা শেষে ম্যাচের সেরা খেলোয়াড় আদিত্য তালুকদারকে ক্রেষ্ট প্রদান করেন জে,এম সেন স্কুলের ক্রীড়ানুরাগী সিনিয়র শিক্ষক অজিত কুমার ধর। মঙ্গলবার থেকে শিরোপা নির্ধারণী সুপার থ্রি পর্ব শুরু হবে।












