স্কুল হকি লিগে হাতে খড়ি ও আলকরন ম্যাচ ড্র

| শনিবার , ২৫ অক্টোবর, ২০২৫ at ১১:০৮ পূর্বাহ্ণ

হকি কেন্দ্র আয়োজিত স্কুল হকি লিগে গতকাল শুক্রবারের খেলায় হাতে খড়ি স্কুল ১১ গোলে আলকরন নুর আহমদ স্কুলের সাথে ড্র করেছে। মিউনিসিপ্যাল স্কুল মাঠে অনুষ্ঠিত দিনের একমাত্র খেলায় ৪০ মিনিটের সময় রাহাত গোল করে আলকরন স্কুলকে এগিয়ে দেয় ()। পাল্টা আক্রমণে ৫০ মিনিটের মাথায় হাতে খড়ি স্কুলের সত্যজিৎ গোল করে খেলায় সমতা আনে ()

লিগে এ পর্যন্ত দুটি ম্যাচ শেষে হাতে খড়ি স্কুল ৩ পয়েন্ট এবং আলকরন নুর আহমদ স্কুল ১ পয়েন্ট লাভ করেছে। ম্যাচে আম্পায়ার ছিলেন রাইয়ান চৌধুরী, মুহাম্মদ রফিক। খেলা শেষে ম্যাচের সেরা খেলোয়াড় সুবিত্ত পালকে ক্রেষ্ট প্রদান করেন সাবেক কৃতি হকি ও ফুটবলার মুহাম্মদ ফারুক। বেলা ২টায় আজকের খেলায় অংশ নেবে জে,এম,সেন স্কুল বনাম আলকরন নুর আহমদ চসিক হাই স্কুল।

পূর্ববর্তী নিবন্ধ২০২৮ পর্যন্ত ইন্টার মায়ামিতে থাকবেন লিওনেল মেসি
পরবর্তী নিবন্ধসাইফ উদ্দিন ও সৌম্য কেন দলে নেই ব্যাখ্য দিলেন প্রধান নির্বাচক