হকি কেন্দ্র আয়োজিত স্কুল হকি লিগের ২৪তম আসর শুরু হয়েছে। গতকাল মিউনিসিপ্যাল স্কুল মাঠে অনুষ্ঠিত লিগের উদ্বোধনী খেলায় বর্তমান চ্যাম্পিয়ন চসিক মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ ৫-১ গোলে নাসিরাবাদ স্কুলকে পরাজিত করে। খেলায় বিজয়ী দলের নিশান ৩টি, অনিক ২টি গোল করে। নাসিরাবাদের পক্ষে অরকিত ১টি গোল দেয়। এর পূর্বে হকি কেন্দ্র প্রতিষ্ঠাতা মুহাম্মদ মহসিনুল হক চৌধুরীর সঞ্চালনায় দশদিনব্যাপী এই লিগের উদ্বোধন করেন অধ্যক্ষ শাহেদুল কবির চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সিজেকেএস হকি সম্পাদক লুৎফুল করিম সোহেল। এসময় উপস্থিত ছিলেন নয়ন কান্তি সুশীল, এ এইচ টিটু। ম্যাচের সেরা খেলোয়াড় মিউনিসিপ্যাল স্কুলের অনিক দাসকে পুরস্কার প্রদান করেন অধ্যক্ষ শাহেদুল কবির চৌধুরী। বেলা ২ঃ৩০টায় আজকের খেলায় অংশ নেবে নাসিরাবাদ গভঃ বয়েজ হাই স্কুল এবং জে.এম.সেন স্কুল এন্ড কলেজ।