বান্ডেল সাবিত্রী সুধা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফিরিঙ্গীবাজার, কোতোয়ালী এর বাউন্ডারী ওয়ালের সামনে থাকা ডাস্টবিনটি এখন এতটাই বিস্তৃত হয়েছে যে তার আবর্জনা স্কুল গেইট পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতি বর্তমানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের জন্য মারাত্বক অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে। উল্লিখিত বিদ্যালয় ভবনে বর্তমানে সকাল ৭:০০ টা থেকে সন্ধ্যা ৬:০০ টা পর্যন্ত তিন শিফটে তিনটি বিদ্যালয় পরিচালিত হয়। তিনটি বিদ্যালয়ের মোট শিক্ষার্থী সংখ্যা ৭৮০ জন এবং শিক্ষক সংখ্যা ২০ জন। প্রতিদিন সকালে ক্ষুদে কোমলমতী শিক্ষার্থীদের আবর্জনার স্তূপ মাড়িয়ে স্কুলে প্রবেশ করতে হয়। দুর্গন্ধ, মাছির উপদ্রব ও চরম স্বাস্থ্যঝুঁকির মুখোমুখি হতে হচ্ছে সবাইকে। ‘প্রতিদিন এই গন্ধ সহ্য করে আবর্জনা মাড়িয়ে স্কুলে ঢোকা খুবই কষ্টকর। অনেক সময় বমি বমি লাগে’– বলে ৪র্থ শ্রেণির একজন শিক্ষার্থী। আমরা অভিভাবকরা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করছি। এই অস্বাস্থ্যকর পরিবেশের কারণে আমাদের সন্তানেরা স্কুলে যেতে অনীহা প্রকাশ করছে। এদিকে স্বনামধন্য স্কুলটির ভাবমুর্তিও ক্ষুণ্ন হচ্ছে। সিটি কর্পোরেশনের কাছে অনুরোধ জানানো হচ্ছে যেন ডাস্টবিনটি শীঘ্রই স্কুল থেকে দূরে অন্যত্র সরিয়ে নেয়া হয়। একটি পরিচ্ছন্ন পরিবেশই সুস্থ ও অনুকুল শিক্ষা কার্যক্রমের জন্য আবশ্যিক বিষয়। দ্রুত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তিনটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা এবং শিক্ষার অনুকুল পরিবেশ নিশ্চিতে সহায়তা করার জন্য সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করছি।
রফিকুল ইসলাম
ফিরিঙ্গীবাজার,
কোতোয়ালী ।