বাউবি শিক্ষার্থী কল্যাণ সংগঠন ‘ডাক দিয়ে যাই’ চট্টগ্রাম পশ্চিম অঞ্চলের উদ্যোগে ইফতার মাহফিল ও স্কুল–কলেজের কর্মচারীদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে। সংগঠনের চট্টগ্রাম পশ্চিম অঞ্চলের সাধারণ সম্পাদক ও মহসিন কলেজের ভিপি পারভেজ খানের ব্যবস্থাপনায় গতকাল শুক্রবার টাইগারপাস্থ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আমানত উল্লাহ মাসুম। প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন এনায়েত বাজার মহিলা কলেজের শিক্ষক এ কে তাজু, শিক্ষানবিশ আইনজীবী ইরফানুল হক, রেলওয়ে স্কুলের সিনিয়র শিক্ষক মুজিবল হক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সচিব ফরহাদ হোসেন।
উপস্থিত ছিলেন সিটি কলেজের আহ্বায়ক সাকিল, বিজয় স্বরনী কলেজের উপদেষ্টা রুবেল হোসেন, ভিপি মেরাজ, জিএস জাহাঙ্গীর, মহসিন কলেজের এজিএস সুদীপ্তা পাল মেঘলা, ফারুক, খালেদ, চট্টগ্রাম কলেজের প্রো–ভিপি সাইফুল, ফৌজদারহাট কে এম স্কুলের ভিপি হানিফ, জিএস কাঞ্চন, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বলসহ সকল স্কুল কলেজের প্রতিনিধি এবং শিক্ষার্থী। এসময় মহসিন কলেজ, সিটি কলেজ ও ছালেহ জহুর স্কুলের অফিস সহায়কদের ঈদ বস্ত্র তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে জানানো হয় বাকি স্কুল–কলেজের কর্মচারীদের মাঝেও ঈদবস্ত্র পৌঁছে দেয়া হবে। প্রেস বিজ্ঞপ্তি।