স্কুল আঙিনায় হঠাৎ উপড়ে পড়ল কৃষ্ণচূড়া গাছটি

দুইজন সামান্য আহত, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

আনোয়ারা প্রতিনিধি | বুধবার , ১৫ নভেম্বর, ২০২৩ at ১০:০১ পূর্বাহ্ণ

আনোয়ারায় ক্লাস চলাকালীন স্কুল আঙিনায় হঠাৎ হুড়মুড় করে উপড়ে পড়েছে বিশালাকার এক কৃষ্ণচূড়া গাছ। এতে আবুল বশর (৬০) নামে এক বৃদ্ধ অভিভাবক ও তোহা () নামে এক শিশু শিক্ষার্থী আহত হয়েছে। আহত আবুল বশরকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল বেলা ১১টায় উপজেলার বৈরাগ ইউনিয়ন গুয়াপঞ্চক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। প্রাথমিক বিদ্যালয়ের পাঁচশ শিক্ষার্থীর পাশাপাশি পাশে অবস্থিত গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয়ের শিক্ষকশিক্ষার্থীরাও এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে। গাছের গোড়ায় পর্যাপ্ত মাটি না থাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী তানিয়া রহমান, ইফতেখার আবছার, জান্নাতুল মাওয়া মিনহা বলে, বেলা ১১টার দিকে আমরা বিদ্যালয়ের গেটে দাঁড়ানো ছিলাম। এসময় হঠাৎ করে কৃষ্ণচূড়া গাছটি ভেঙে পড়ে। তখন আমরা খুব ভয় পেয়ে এক দৌঁড়ে স্কুলে ঢুকে যাই। শিক্ষার্থী মহিমা সুলতানা ও হাসান চৌধুরী আলিফ বলে, গাছ পড়ার সময় ভয়ে কেঁদে ফেলেছি। আমরা কখনো এভাবে গাছ পড়তে দেখিনি।

প্রধান শিক্ষক দেবী চৌধুরী বলেন, বিদ্যালয় চলাকালীন বেলা ১১টায় হঠাৎ কৃষ্ণচূড়া গাছটি মাঠে উপড়ে পড়ে। বিদ্যালয়ে ৫৩০ জন শিক্ষার্থী রয়েছে। ১ ঘণ্টা পর বেলা ১২টায় বিদ্যালয়ে প্রাত্যহিক সমাবেশ চলাকালীন যদি ঘটতো তাহলে বড় দুর্ঘটনা ঘটে যেত। এ ঘটনায় একজন শিশু শিক্ষার্থী সামান্য আর একজন অভিভাবক আহত হয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধঘন গাছ, চালু করা গেল না ছাদখোলা ট্যুরিস্ট বাস
পরবর্তী নিবন্ধচবি ফারসি বিভাগে ছাত্রলীগের তালা, পরীক্ষা স্থগিত