উরুগুয়ে ম্যাচের আগে নানা বিষয়ের কথার ফাঁকে পরবর্তী বড় চ্যালেঞ্জ নিয়েও নিজের ভাবনা জানান আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। যেখানে তাদের প্রতিপক্ষ ব্রাজিল। উরুগুয়ের মাঠে বাংলাদেশ সময় গত শনিবার সকালে বিশ্বকাপ বাছাইয়ের লড়াইয়ে ১–০ গোলে জিতে ২০২৬ আসরের চূড়ান্ত পর্বের দুয়ারে পৌঁছে গেছে আর্জেন্টিনা। পরের ম্যাচে ব্রাজিলের বিপক্ষে হার এড়াতে পারলেই নিশ্চিত হয়ে যাবে তাদের বিশ্বকাপের টিকেট। এমনকি নিজেরা মাঠে নামার আগে বলিভিয়া ঘরের মাঠে উরুগুয়ের বিপক্ষে জিততে ব্যর্থ হলেও বিশ্বকাপে উঠে যাবে বর্তমান চ্যাম্পিয়নরা। তবে ওসব কোনো হিসাব নিয়ে আপাতত ভাবছেন না স্কালোনি। এবার চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে দারুণ এক লড়াইয়ের আশা করছেন বিশ্বকাপ ও কোপা আমেরিকা জয়ী কোচ। তিনি বলেন ব্রাজিল তো ব্রাজিলই। তাদের দুর্দান্ত সব খেলোয়াড় আছে। কয়েক জন বিশ্বসেরা। জানি, তারা ভয়ঙ্কর প্রতিপক্ষ হবে। আমরা তাদের সম্মান করি। তাদের খেলা আমরা পর্যালোচনা করেছি। সামনের ম্যাচটা আরেকটু কঠিন হবে। এছাড়া আর কিছু বলার নেই। কারন তারা অসাধারণ এক প্রতিপক্ষ।