স্কটিশদের জয়োল্লাসে বন্ধ হয়ে গেল মাহমুদউল্লাহর সংবাদ সম্মেলন

| মঙ্গলবার , ১৯ অক্টোবর, ২০২১ at ৭:২৮ পূর্বাহ্ণ

এ যেন কাটা ঘায়ে নুনের ছিটার মত। স্কটল্যান্ডের বিপক্ষে অপ্রত্যাশিত হারে এমনিতেই বিষন্ন ছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তার সেই বিষণ্নতাকে আরও একধাপ বাড়িয়ে তোলার কাজটিও করেছে স্কটিশরা। এবার অবশ্য মাঠে নয়, ড্রেসিংরুমে জয়োল্লাস করে। হারের দুঃখ নিয়ে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে মাহমুদউল্লাহ রিয়াদ বলছিলেন, নিজেদের ব্যাটিং ব্যর্থতার কথা। সে সময়ই তাকে পড়তে হয় চরম বিব্রতকর অবস্থার মধ্যে। ওমানের স্টেডিয়ামের প্রেস কনফারেন্স রুম থেকে স্কটল্যান্ডের ড্রেসিংরুমের দূরত্ব খুব বেশি নয়। মাহমুদউল্লাহ যখন গণমাধ্যমের সঙ্গে হারের কারণ নিয়ে কথা বলছিলেন, তখন ড্রেসিংরুমে স্কটল্যান্ডের খেলোয়াড়রা মেতেছিলেন জয়ের আনন্দে। স্কটল্যান্ডের খেলোয়াড়দের হর্ষধ্বনিতে চাপা পড়ে যাচ্ছিলো মাহমুদউল্লাহর কথা। টাইগার অধিনায়ক বিষয়টি বুঝতে পেরে চুপ করে যান। তাতে সংবাদ সম্মেলন কক্ষেও নেমে আসে নীরবতা। মাহমুদউল্লাহর অভিব্যক্তি দেখে মনে হচ্ছিল, দাঁতে দাঁত চেপে কোনো মতে বিষয়টি মেনে নিচ্ছেন তিনি। প্রায় ২০ সেকেন্ড মতো থেমে থাকা সংবাদ সম্মেলনে গালে হাত দিয়ে প্রতিপক্ষের উল্লাস বন্ধের অপেক্ষা করছিলেন। সেই ভিডিও নিয়ে মজা করতেও ছাড়েনি স্কটল্যান্ড ক্রিকেট দল।

পূর্ববর্তী নিবন্ধশেখ রাসেল মহানগরী স্কুল ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ফুটবলে ব্রাদার্স, কাস্টমসের জয়