বাংলাদেশের প্রথমদিকের জনপ্রিয় ইউটিউবারদের একজন সৌভিক আহমেদ। ইউটিউব দিয়ে শুরু করলেও পরবর্তীতে তাকে কাজ করতে দেখা গেছে নাটক, মিউজিক ভিডিও এবং বিজ্ঞাপনে। এবার সংসার শুরু করতে যাচ্ছেন সৌভিক। বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে। সামাজিক মাধ্যমে তিনি নিজেই বিষয়টি জানিয়েছেন। গত শনিবার দিনগত রাতে হবু স্ত্রীর সঙ্গে তোলা একটি ছবি ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে শেয়ার করেছেন সৌভিক। খবর বাংলানিউজের।
সবার সঙ্গে পরিচয় করে দিয়ে জানান, তার পাশের তরুণীর নাম শিয়ানা শাবা। তার সঙ্গেই নতুন জীবন শুরু করতে চলেছেন এই ইউটিউবার। সৌভিক লেখেন, তার সঙ্গে জীবনের জোড়া লাগছে। যারা ইতোমধ্যে বিষয়টি শুনেছেন, তারা ঠিকই শুনেছেন। পোস্টটি দেওয়ার পর ফেসবুকে তাদের দু’জনকে অনেকে তারকা অভিনন্দন জানিয়েছেন। জানা যায়, ঢাকার মেয়ে শিয়ানা শাবা ব্র্যাক ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন। তবে বিয়ে বিস্তারিত আর কিছুই জানাননি সৌভিক।