সৌদিতে তাপমাত্রা নামতে পারে মাইনাস ৩ ডিগ্রিতে

| রবিবার , ১৫ ডিসেম্বর, ২০২৪ at ১১:২১ পূর্বাহ্ণ

তীব্র শৈত্যপ্রবাহ ধেয়ে আসছে সৌদি আরবে। আর এ কারণে মরুভূমির দেশটির তাপমাত্রার নামতে পারে মাইনাস ৩ ডিগ্রিতে। দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র ন্যাশনাল সেন্টার ফর মেটেরোলজি গত শুক্রবার এমন সতর্কবার্তাই দিয়েছে। এনসিএম’র আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, সৌদি আরবে শনি কিংবা রোববার থেকে শৈত্যপ্রবাহ শুরু হবে এবং দেশটির কোনো কোনো স্থানে তাপমাত্রা শূন্যের নিচে মাইনাস ৩ ডিগ্রিতে নেমে যেতে পারে। খবর বাংলানিউজের।

দেশটির তাবুক, আল জাওয়াফ, উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে তাপমাত্রা সর্বনিম্ন মাইনস ৩ ডিগ্রিতে নামতে পারে বলে জানিয়েছে এনসিএমের মুখপাত্র হুসাইন আল কাহতানি। সাংবাদিকদের তিনি বলেন, গত শনিবার থেকে সৌদির ওপর দিয়ে কনকনে ঠান্ডা হাওয়া বইতে শুরু করে। বাতাসের ধাক্কায় এসময় এসব অঞ্চলের তাপমাত্রা সর্বনিম্ন মাইনস ৩ ডিগ্রিতে নামতে পারে।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানে তেল গ্যাসের নতুন খনি আবিষ্কার
পরবর্তী নিবন্ধ৪০ হাজার কোটি ডলারে ইলন মাস্ক, কিন্তু কীভাবে?