সৌদি ফিরতে ইচ্ছুকদের নিয়ে ফের হট্টগোল

| রবিবার , ২৭ সেপ্টেম্বর, ২০২০ at ৩:৫৮ পূর্বাহ্ণ

করোনা মহামারীর মধ্যে সৌদি আরব ফিরতে ইচ্ছুক আটকে পড়া প্রবাসী কর্মীদের টিকেট পাওয়া নিয়ে ফের হট্টগোল হয়েছে। শনিবার ভোর থেকে মতিঝিল বলাকা ভবনে এবং সোনারগাঁও হোটেলের কাউন্টারে টিকিট নেওয়ার জন্য লোকজন লাইনে দাঁড়িয়ে যান। হট্টগোলের কারণে দুই দফা সোনারগাঁও হোটেলের পাশের সড়ক বন্ধ হয়ে গেলেও মতিঝিলে সড়ক বন্ধ হয়নি। পুলিশ বলছে, দুই জায়গায় সকালের দিকে লাইন নিয়ে বেশ হট্টগোল হলেও দুপুরের পর স্বাভাবিক হয়ে যায়। খবর বিডিনিউজের।

কয়েকদিন ধরে সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ ও টিকিট পাওয়া নিয়ে জটিলতা দেখা দিলে রাজধানীর বিভিন্ন জায়গায় হট্টগোল হয়। পরে সরকার উদ্যোগ নিয়ে জটিলতা দূর করলেও টিকিট আগে পাওয়া নিয়ে হট্টগোল হচ্ছে।

মতিঝিলের পরিদর্শক (পেট্রোল) সহিদুল হক বলেন, সকালের দিকে টিকিটের জন্য বেশ চাপ ছিল। প্রায় সাত থেকে আটশ প্রবাসী আসে। এর মধ্যে দেড়শ জন করে ভেতরে ঢোকানো হয়। লাইনে দাঁড়ানো বা আগে ঢোকা নিয়ে কিছু হট্টগোল হয়। দুপুর পর্যন্ত এই অবস্থা চললেও পরে চাপ কমে আসায় পরিস্থিতি স্বাভাবিক হয়। সোনারগাঁও হোটেল এলাকায় দায়িত্বরত পরিদর্শক তদন্ত (পেট্রোল) তৈয়বুর রহমান জানান, সৌদি আরবের সঙ্গে সময়ের সমন্বয় রেখে রাত ৮/৯টা পর্যন্ত টিকিট দেওয়ার প্রক্রিয়া চলবে।

পূর্ববর্তী নিবন্ধনগরী থেকে সাত আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধওয়াসা মোড়ে বাস চাপায় নারীর মৃত্যু