সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাঙ্গুনিয়ার যুবকের মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ২৬ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:৩৮ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ফকিরপাড়া এলাকার যুবক মো.আজগর সৌদি আরবের আল কাসিম এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। গত ২৪ সেপ্টেম্বর কাসিম শহরের দুর্গম এলাকা থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। সৌদি আরবে অবস্থানরত ফারুক আহমেদ নামে তার এক প্রতিবেশী বিষয়টি নিশ্চিত করে বলেন, কোম্পানির কাজ শেষে আল কাসিমের দুর্গম এলাকা থেকে ফেরার পথে তাদের গাড়ি দুর্ঘটনার শিকার হয় আজগর। এতে ঘটনাস্থলেই মাথায় গুরুতর আঘাত পেয়ে আজগর ও কুমিল্লার আরেক যুবক মারা যান। একই গাড়িতে থাকা আরও দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। নিহতদের মরদেহ বর্তমানে সেখানকার একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ দেশে পাঠানোর প্রস্তুতি চলছে।পারিবারিক সূত্রে জানা যায়, নিহত আজগর লালানগর ইউনিয়নের ফকিরপাড়ার আলী আহমদের ছেলে। সমপ্রতি ছুটিতে দেশে এসে বিয়ে করে আবারও প্রবাসে ফিরে গিয়েছিলেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধসম্মিলিত প্রচেষ্টায় উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপিত হবে
পরবর্তী নিবন্ধমাইজভাণ্ডারী যুব ফোরামের রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি