সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লোহাগাড়ার আকতার হোসেন (৩৫) নামে এক রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৮ এপ্রিল) বাংলাদেশ সময় রাত আড়াইটার দিকে সৌদি আরবের আবহা মাহাইল শহরের গেরা জেদ্দা সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক উপজেলার পদুয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেহের আলী মুন্সি পাড়ার মুহাম্মদ শফির পুত্র। বিষয়টি নিশ্চিত করে নিহতের প্রতিবেশী মুহাম্মদ শামশেদ হোসাইন তিনি বলেন, বিবাহিত জীবনে তিনি দুই সন্তানের জনক, দীর্ঘদিন তিনি দক্ষিণ আফ্রিকা ছিলেন, সেখান থেকে ফিরে গত ৪ বছর আগে সৌদি আরব পাড়ি জমান। গত বছর দেশ থেকে ছুটি কাটিয়ে গেছেন।
তিনি আরও বলেন, ছেলেটি নম্র, ভদ্র এবং খুব ভালো ছিল। তাঁর মৃত্যুতে দুটি অবুঝ সন্তানের মাথার উপর থেকে পিতা নামক ছায়াটি চিরতরে সরে গেল।
জানা গেছে, তিনি সৌদি আরবের আবহা মাহাইল শহরে কসমেটিকসের ব্যবসা করতেন। প্রতিদিনের মত কসমেটিকস মালামাল দোকানে সাপ্লাই দিয়ে টাকা কালেকশন করতে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি গাড়ি তাঁকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মৃত্যুর খবরে তার নিজ এলাকা পদুয়ায় নেমে এসেছে শোকের ছায়া।
আব্দুর রহিম নামের বড়হাতিয়া এলাকার এক প্রবাসী জানান, আকতার ভাই আর আমি একই এলাকা মাহাইলে থাকি। সে দোকানে দোকানে কসমেটিকস সামগ্রী পাইকারি সাপ্লাই দিত। প্রতিদিনের মত আজকেও মালামাল সাপ্লাই শেষে নিজের গাড়িটি রাস্তার পাশে রেখে টাকা কালেকশনে যাচ্ছিলেন। রাস্তা পার হওয়ার সময় সৌদি নাগরিকের দ্রুত গতির গাড়িটি আকতারকে সজোরে ধাক্কা দেয়, সাথে সাথেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, খুব ভালো মানুষ ছিলেন আকতার ভাই। দেখা হলেই মিষ্টি সুরে কথা বলতেন। তার মৃত্যুতে একজন ভালো মানুষকে হারালাম।