ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য মহাসমাবেশ সফলকল্পে চট্টগ্রাম জেলা মুভমেন্ট ফর এ ফ্রি ফ্যালেস্টাইন চট্টগ্রাম জেলার উদ্যোগে সভা গতকাল বৃহস্পতিবার চেরাগি মোড়স্থ সালমা ভবনে অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, অধ্যক্ষ জয়নুল আবেদীন জুবাইর, অধ্যক্ষ স উ ম আবদুস সামাদ, অ্যাডভোকেট আবু নাছের তালুকদার, অধ্যাপক ড. এম এ অদুদ, এম সোলায়মান ফরিদ, অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, স ম হামেদ হোসাইন, পীরজাদা গোলামুর রহমান আশরাফ শাহ, এইচ এম মুজিবুল হক শাকুর, অধ্যক্ষ নুর মোহাম্মদ আলকাদেরী, অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ, অধ্যক্ষ মাওলানা ছৈয়দ জসিম উদ্দিন তৈয়বী। মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিমের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ ছৈয়দ মাওলানা আবু ছালেহ, ছৈয়দ আশেকুর রহমান হাফেজনগরী, ছৈয়দ আসাদ উদ্দীন রিয়াদ শাহ, মাস্টার আবুল হোসাইন, এম মহিউল আলম চৌধুরী, অধ্যাপক জামাল উদ্দীন, মাওলানা ইউনুস তৈয়বী, গিয়াস উদ্দীন নেজামী, মাস্টার আনোয়ারুল আজিম, মোহাম্মদ আলম রাজু, মাওলানা ওয়াহেদ মুরাদ, স ম শওকত আজিজ, অধ্যাপক শহিদুল্লাহ সাদা, ছৈয়দ আবু আজম, আলী হোসাইন, এস এম আবু ছাদেক ছিটু, কাজী আহসানুল আলম, এম আহমদ রেজা প্রমুখ।
সভায় বক্তারা ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর অব্যাহত গণহত্যার প্রতিবাদ জানাতে সুন্নী জনতাসহ চট্টগ্রামের ধর্মানুরাগীদের সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশকে সাফল্যমণ্ডিত করার জন্য আহ্বান জানিয়েছেন। সভায় মহাসমাবেশ সফল করার লক্ষে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেস বিজ্ঞপ্তি।