সিনিয়র সিটিজেন ক্লাব ও সোসাইটি ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। গতকাল সোসাইটি ক্লাব মাঠে ফ্লাড লাইটে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন প্রফেসর ড, সুলতান আহমেদ এবং উদ্বোধক ছিলেন সিএমপির উপ কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম। ড, সেলিমউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চিটাগাং কো অপারেটিভ হাউজিং সোসাইটির সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন। সিনিয়র সিটিজেন ক্লাবের সদস্য সচিব মনজুর আলম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, সহ–সভাপতি মঞ্জুরুল কাদের মনজু, সিজেকেএস কর্মকর্তা এস এম শহিদুল ইসলাম ও ওয়াহিদ দুলাল, সোসাইটি ক্লাবের সভাপতি আসিফ সিরাজ, সাধারণ সম্পাদক সফিউল আলম চৌধুরী হুমায়ূন প্রমুখ। লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে কর্ণফুলি, পদ্মা, মেঘনা ও যমুনা নামে চারটি দল অংশ গ্রহণ করেছে। আগামীকাল ৮ ডিসেম্বর,সোমবার রাত ৮টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।












