সোমালিয়ায় গাড়িবোমা হামলা, নিহত ১০০

| সোমবার , ৩১ অক্টোবর, ২০২২ at ১১:২৮ পূর্বাহ্ণ

সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে শিক্ষা মন্ত্রণালয়ের বাইরের অংশে দুটি গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ১০০ জন নিহত এবং তিনশ জন আহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। আমাদের লোকজন যারা নির্মম এই হত্যাযজ্ঞের শিকার হয়েছে, তাদের মধ্যে শিশু কোলে থাকা মায়েরা আছেন, আছেন শারীরিকভাবে অসুস্থ বাবা, পড়তে পাঠানো শিক্ষার্থী আর পরিবার নিয়ে চলতে হিমশিম খাওয়া ব্যবসায়ীরাও, বিস্ফোরণস্থল পরিদর্শন শেষে দেওয়া বিবৃতিতে বলেছেন প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদ।

এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রেসিডেন্ট অবশ্য এই গাড়িবোমা হামলার দায় জঙ্গিগোষ্ঠী আল-শাবাবকে দিয়েছেন। হামলায় ব্যাপক হতাহত দেখলে আল-শাবাব সাধারণত দায় স্বীকার করে না। খবর বিডিনিউজের।

শনিবার যে দুটি বোমার বিস্ফোরণ ঘটেছে তার প্রথমটি মোগাদিশুর একটি ব্যস্ত চত্বরের কাছে অবস্থিত শিক্ষা মন্ত্রণালয়ে আঘাত হানে। এতে হতাহতদের সরিয়ে নিতে অ্যাম্বুলেন্স ও সাধারণ মানুষ এগিয়ে আসার পর ঘটে দ্বিতীয় বোমার বিস্ফোরণ।

একই এলাকায় ২০১৭ সালের অক্টোবরে এক ট্রাকবোমা বিস্ফোরণে ৫ শতাধিক মানুষ নিহত হয়েছিল। শনিবারের বিস্ফোরণে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন মোহামুদ। গুরুতর আহতদের জরুরি ভিত্তিতে সর্বোচ্চ চিকিৎসা সেবা দিতে সরকারকে নির্দেশনাও দিয়েছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধনতুন জুলু রাজাকে স্বীকৃতি দিল দক্ষিণ আফ্রিকা
পরবর্তী নিবন্ধসরু গলিতে লক্ষ লোকের ভিড় সিউলের রাস্তায় শুধুই হাহাকার