সোনালী যুব সংঘ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের সমাপ্তি

| মঙ্গলবার , ৩ ডিসেম্বর, ২০২৪ at ১১:০৭ পূর্বাহ্ণ

খুলশী থানাধীন রেলওয়ে টিকেট প্রিন্টিং প্রেস (টি.পি.পি) কলোনী সমাজ কল্যাণ পরিষদের সহযোগিতায় ও সোনালী যুব সংঘ আয়োজিত ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ২৯ নভেম্বর কলোনী মাঠ প্রাঙ্গণে সম্পন্ন হয়। ফাইনাল খেলায় টি.পি.পি কিংস ১০ গোলে টি.পি.পি মহামেডানকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। সমাজ কল্যাণের সভাপতি মো. মুজিব উদ্দিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুর রহমান স্বপন এবং রেলওয়ে শ্রমিক দল কেন্দ্র্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এম আর মনজু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক মো. শাহ আলম, মনিরুল ইসলাম মনির,এস এস বাহাউদ্দিন মিরন, রফিকুল ইসলাম, আব্দুর রাজ্জাক তরফদার,মাসুদুর রহমান, তারেকুল ইসলাম, হুমায়ুন কবির, শেখ মুজিবুর রহমান, পার্থ প্রতীম ভট্টাচার্য্য, আরিফ মো. সাইফুল্লাহ, টুর্নামেন্টের আহবায়কওয়াহিদুর রহমান আজাদ, মনছুর আলম, শহিদুল ইসলাম,শাহাদাত হোসেন প্রমুখ। খেলা শেষে বৈষম্য বিরোধী আন্দোলনে অবদানের জন্য এলাকার ছাত্রছাত্রী এবং টুর্নামেন্টে অংশগ্রহণকারী বিজয়ী দল ও রানার আপ দলের সকল খেলোয়াড় ও রেফারি, লাইনসম্যান, আয়োজক কমিটির মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধমুক্ত কন্ঠ ক্লাবের সভা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে ফুটবলারদের মিলনমেলা সম্পন্ন