সবুজের মাঝে লাল বৃত্ত স্বাধীন পতাকা
বাংলা মায়ের বুকের মাঝে রাঙা রক্ত মাখা।
এ দেশেরই মাটির সোঁদায় শহীদ রক্তের ঘ্রাণ
দেশ ভালোবেসে জীবন দিলো ত্রিশ লক্ষ প্রাণ।
বছর শেষে আসে বছর আসে বিজয়ের মাস
আবেগ জড়ানো হৃদয়ে নিই শান্তি সুখের শ্বাস।
দেশের বিজয় মহা উৎসব মহা বিজয়ের গান
শহীদ স্মরণে বিজয় বরণে মিলিত হই
প্রাণে প্রাণ।
এ দেশেরই রৌদ্র ছায়ায় হাওয়ায় হাজার স্বপ্ন
এ বাংলা সমগ্র বাঙালির ভালোবাসি এ রত্ন।