মহেশখালীর সোনাদিয়া দ্বীপে ঝাউ গাছ কেটে কটেজ নির্মাণ করা হচ্ছে। ঝাউবন কেটে গড়ে তোলা এসব অবৈধ কটেজ ও স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে মহেশখালী উপজেলা প্রশাসন। নতুনভাবে চালুকৃত বনবিভাগের বিটের স্টাফদের নিয়ে উচ্ছেদ অভিযান শুরু হয়। গত বৃহস্পতিবার বেশ কিছু অবৈধ কটেজ উচ্ছেদ করা হয়।
উপকূলীয় বন বিভাগের কর্মকর্তারা জানান, সরকারি জমি দখল ও পরিবেশ ধ্বংসকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে এই অভিযানে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে।
মহেশখালী নির্বাহী অফিসার বলেন, সোনাদিয়াতে কোনো অবৈধ স্থাপনা, গাছ কাটা, মহিষ চড়ানো ও প্যারাবন কেটে অবৈধ বাঁধ নির্মাণ সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কেউ নিষেধ অমান্য করে তাহলে উপজেলা প্রশাসন ও বন বিভাগ যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
তিনি জানান, ম্যানগ্রোভ ইকোসিস্টেম রক্ষায় নিয়মিত মনিটরিং জোরদার করা হবে এবং দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।












