কক্সবাজারের সোনাদিয়া দ্বীপের সমুদ্রসৈকতে সিত্রাংয়ে ভেসে আসা বর্জ্য অপসারণ করলেন বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বোরি) বিজ্ঞানীরা। গতকাল রোববার বেলা ১১ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ও সমুদ্র বিজ্ঞানী সাঈদ মাহমুদ বেলাল হায়দারের নেতৃত্বে ওই প্রতিষ্ঠানের অর্ধশত কর্মকর্তা– কর্মচারী পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
এসময় তাঁরা দ্বীপের মগচর, পূর্বপাড়া, পশ্চিমপাড়া ও বদরখালীপাড়া সমুদ্র সৈকত পরিস্কার করেন। এসব বর্জ্য ট্রলারে করে কক্সবাজার পৌরসভার কাছে হস্তান্তর করা হবে। একদিকে প্যারাবন (ম্যানগ্রোভ) ও অন্যদিকে বিশাল বালিয়াড়ির সমুদ্র সৈকত। প্রায় ১০ হাজার একর আয়তনের এই দ্বীপে সরকার ইকোট্যুরিজম পার্ক করার পরিকল্পনা নিয়েছে। তাঁরা বলেন, সোনাদিয়ায় সিত্রাংয়ে যে বর্জ্য এসেছে তা আমরা ৫ঘন্টার অভিযান চালিয়ে এক শতাংশও পরিস্কার করতে পারিনি। প্লাস্টিক বর্জ্যের কারণে সোনাদিয়ার পরিবেশ বিপন্ন হচ্ছে। এ দ্বীপকে প্লাস্টিক দূষণ থেকে মুক্ত করতে স্থানীয়দের সচেতনতা বাড়াতে হবে। সোনাদিয়া দ্বীপের পরিবেশ ও প্রাণবৈচিত্র্য নিয়ে কাজ করেন বেসরকারি সংস্থা নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট (নেকম)। এ সংস্থার কক্সবাজারের ব্যবস্থাপক আবদুল কাইয়ূম বলেন,এখানে পাওয়া সমুদ্রের কাছিম ও মাছের শরীরে প্লাষ্টিকের উপস্থিতি ধরা পড়েছে।এর ফলে এখানে কাছিমের ডিম পাড়ার হার কমেছে।