সোনাদিয়া দ্বীপ ও ঘটিভাঙার প্যারাবন রক্ষা করে সবুজ বনায়নের দাবি

গ্রীণ এসোসিয়েটের মানববন্ধন

| বুধবার , ১০ জুলাই, ২০২৪ at ১১:০৫ পূর্বাহ্ণ

সোনাদিয়া, ঘটিভাঙা ও কুতুবজোমের সবুজ বেষ্টনী প্যারাবন রক্ষার দাবি জোরালো হচ্ছে। প্যারাবন খেকো, ভূমিদস্যু, দখলবাজদের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে গ্রীণ এসোসিয়েট অব বাংলাদেশ। গত সোমবার মহেশখালীর প্যারাবন রক্ষায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নতুন প্যারাবন সৃজনের দাবিতে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাদাত উল্লাহ খান, অ্যাডভোকেট সাহাব উদ্দিন, শহিদুল্লাহ মেম্বার, নুরুল হক, ইলিয়াছ মিয়া, নুরুল আবছার প্রমুখ।

জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আয়োজিত রফিকুল ইসলাম সোহেলের পরিচালনায় সমাবেশে বলা হয়, সবুজ বেষ্টনী প্যারাবন দ্বীপের রক্ষাকবচ। যা জলোচ্ছ্বাস ও জানমাল রক্ষা করতে পারে। দ্বীপের প্যারাবন উজাড়কারিদের তালিকা করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান সংগঠনের নেতৃবৃন্দ। তারা নতুন করে সবুজ বনায়নের ও দাবি করেন। সবশেষে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিভীষণ কান্তি দাশ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার রাজানগর যুবলীগের অভিষেক
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ডাস্টবিনে মিলল শিশুর বস্তাবন্দী মরদেহ