গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামস্থ বেগমগঞ্জ সোনাইমুড়ী থানা কল্যাণ সমিতির উদ্যোগে সারাদিন ব্যাপী মিলন মেলা, নব নির্বাচিত পরিষদের অভিষেক অনুষ্ঠান, গরীব ও দুস্থ মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, এসএসসি ও এইচএসসি পরীক্ষা ২০২৫ এ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ শরিয়ত উল্ল্যাহ শহিদ। সঞ্চালনা করেন সংগঠনের মহাসচিব মোঃ গোলাম কবির। সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান পরিচালনা করেন বৃত্তি উপ কমিটির সদস্য সচিব মোঃ গোলাম সামছুজ্জামান চৌধুরী লিটন, কৃতী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি ও বৃত্তি উপ কমিটির আহ্বায়ক মোঃ কামরুল আহছান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমিতির পৃষ্ঠপোষক আলহাজ্ব শাহ জালাল উদ্দিন লিটন। বিশেষ অতিথি ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা মোঃ হানিফ। প্রেস বিজ্ঞপ্তি।












