বোয়ালখালী উপজেলার সৈয়দপুর নুর কাশেম একাডেমির আয়োজনে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি ও তাদের দায়িত্ব নিয়ে মতবিনিময় সভা ও অভিভাবক সমাবেশ গতকাল মঙ্গলবার স্কুল অডিটোরিয়ামে প্রধান শিক্ষক সেকান্দর আলম বাবরের সভাপতিত্বে অুনষ্ঠিত হয়।এতে সরকারের নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে অভিভাবকদের করণীয় বিষয়ে আলোচনা করেন স্কুলের সহকারী শিক্ষক সেজুয়ান হোসেন ফয়সাল ও মো. মনজুর মোরশেদ। আলোচনায় অংশ নেন ইউপি সদস্য মো. হাসান চৌধুরী ও মো. ইসকান্দর। এসময় স্কুলের ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির অভিভাবকরা এ কার্যক্রম বাস্তবায়ন হলে শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন হবে বলে মত প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি