সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ্‌ (রহ.) ছিলেন রাসূল (সা.) আদর্শের বাস্তব প্রতিচ্ছবি

বলুয়ার দিঘী খানকায় ওরশ মাহফিলে বক্তারা

| সোমবার , ১৮ জুলাই, ২০২২ at ১০:৪৮ পূর্বাহ্ণ

আওলাদে রাসূল আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্‌ের (রহ.) ৩০তম সালানা ওরশ বলুয়ার দিঘীর পাড়স্থ খানকায়ে কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় ১৬ দিনব্যাপী সমাপনী দিবস গতকাল সম্পন্ন হয়। ১ম অধিবেশনে বিকাল ৩ টা থেকে পবিত্র খতমে কোরআন, সহীহ বোখারী শরীফ খতম, খতমে মজমুয়ায়ে সালাতে রাসূল (দ.), দরূদে হাজারী ও দরূদে মোকাদ্দেস, খতমে গাউসিয়া শরীফ, খতমে খাজেগান শরীফ, সালাতুস সালাম, বিশেষ মুনাজাত করা হয়।

বাদে মাগরিব খানকা শরীফের মোতোয়াল্লী হাজী নেয়াজ আহমদ দুলালের সভাপতিত্বে ওরশ মাহফিলে প্রধান অতিথি ছিলেন আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল আনোয়ার হোসেন। বক্তব্য রাখেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল ওয়াজেদ, সাবেক অধ্যক্ষ মাওলানা অছিউর রহমান, হাফেজ মাওলানা সোলায়মান আনসারী, গবেষক মাওলানা আব্দুল মান্নান, গাউসিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ, শাহজাদ ইবনে দিদার, এড. মোছাহেব উদ্দিন বখতিয়ার, মাওলানা জালাল উদ্দিন আজহারী সহ দেশবরেণ্য ওলামায়ে কেরাম। ছাবের আহমদ ও অধ্যক্ষ আব্দুল মান্নান চৌধুরীর সঞ্চালনায় মাহফিলে বক্তারা বলেন, হুজুর কেবলা সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্‌ (র.) ছিলেন অত্যন্ত দূরদৃষ্টিসম্পন্ন অতি উচ্চ মর্যাদার মাতৃগর্ভের অলি।

সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্‌ (রহ.) মুসলমানদের কোরআন-সুন্নাহর আলোকে শরীয়ত ও তরিকতের সমন্বয়ে জীবন গঠনের পথ নির্দেশনা দিয়ে গেছেন। তিনি ছিলেন রাসূল (সা.) আদর্শের বাস্তব প্রতিচ্ছবি-মুসলিম মিল্লাতের উজ্জ্বল আলোকবর্তিকা। এ সময় আরও উপস্থিত ছিলেন সাব্বির আহমদ, হাজী নুর আহমদ পিন্টু, হাজী সিদ্দিক আহমদ, মুহাম্মদ কাশেম, গাজী মুহাম্মদ গজনবী, মুহাম্মদ গোলাম মহিউদ্দিন, মুহাম্মদ নুরুল হাসান, মুহাম্মদ আহমদ ইমু, আব্দুল মান্নান, হাবিব উল্লাহ মাস্টার, আবুল মনসুর, মঈনুদ্দীন ফারুক, মির্জা ফখরুল কাদের প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে ভ্যাকসিন ‘প্যাপিলোভ্যাক্স’
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে ছাত্রলীগ নেতা হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ সভা