ব্রাদার্স ক্রিকেট অ্যাকাডেমি আয়োজিত সৈয়দ মঈনুদ্দিন হোসেন স্মৃতি অনূর্ধ্ব ১৮ ক্রিকেট টুর্নামেন্টের কোয়ালিফাইং রাউন্ড শেষ হয়েছে। গতকাল টি-২০ ফর্ম্যাটের শেষ ম্যাচে চট্টগ্রাম ক্রিকেট অ্যাকাডেমি (সিসিএ) ৯ উইকেটে এস এস ক্রিকেট অ্যাকাডেমিকে পরাজিত করে সুপার টুয়েল্ভ এর টিকেট পায়। বিজয়ী দলের অধিনায়ক সুমন ( ৩ উইকেট ও অপরাজিত ৩৬ রান) এর হাতে ম্যাচসেরার পুরষ্কার তুলে দেন আম্পায়ার জাহেদ হাসান অপু।
মহিলা কমপ্লেঙ মাঠে দিনের প্রথম ম্যাচে হাটহাজারী ক্রিকেট অ্যাকাডেমি ৬ উইকেটে মিলেনিয়াম ক্রিকেট অ্যাকাডেমিকে পরাজিত করে সুপার টুয়েলভ এ স্থান করে নিয়েছে। ম্যান অফ দ্য ম্যাচ রাসিফ (অপরাজিত ৬৮ রান) এর হাতে পুরষ্কার তুলে দেন বিশিষ্ট ক্রীড়ানুরাগী মোহাম্মদ শামীম। আজ থেকে শুরু হবে টুর্নামেন্টের মূল পর্ব অর্থাৎ সুপার টুয়েল্ভ পর্ব। ওয়ান্ডে ফর্ম্যাটের এ আয়োজনে অংশ নিচ্ছে ভারতের পশ্চিম বঙ্গের ২টি সহ চট্টগ্রামের বাইরের ৬টি দল। ভারতের আরএসএ জলপাইগুড়ি ও কলকাতার মোহনদাশ ক্রিকেট অ্যাকাডেমি ছাড়াও বিকেএসপি, মাস্কো সাকিব ক্রিকেট অ্যাকাডেমি, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ক্রিকেট অ্যাকাডেমি ও খাগড়াছড়ি ক্রিকেট অ্যাকাডেমি ৪টি গ্রুপে বিভক্ত হয়ে এ টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করছে ভারতের আরএসএ জলপাইগুড়ি ও ব্রাইট ক্রিকেট অ্যাকাডেমি। সকালে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।