শাহ্সূফি মাওলানা হাফেজ সৈয়দ নজির আহমদ শাহ আল–মাইজভাণ্ডারী (ক.) এর বার্ষিক ওরশ পাঠানটুলিস্থ নজির ভাণ্ডার দরবারের গাউছিয়া হাফেজ মঞ্জিলে অনুষ্ঠিত হবে আজ। মাহফিলে সভাপতিত্ব ও আখেরি মুনাজাত পরিচালনা করবেন আওলাদে পাক, সাজ্জাদানশীন পীর এ তরিকত শাহ্জাদায়ে নজির ভান্ডারী সৈয়দ শামশুল হুদা আল মাইজভান্ডারী। মাহফিলে রূহানী ফয়েজ ও বরকত হাসিলের লক্ষ্যে ভক্তদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন নায়েবে সাজ্জাদানশীন ও মোন্তাজেম শাহজাদা মাওলানা সৈয়দ নাঈমুল হুদা আল–মাইজভান্ডারী ও শাহজাদা ইঞ্জিনিয়ার সৈয়দ এহসানুল হুদা। প্রেস বিজ্ঞপ্তি।











