শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক.)-এর ১১৭তম ওরস্ মাইজভাণ্ডার শরিফ দরবার–ই গাউসুল আযম মাইজভাণ্ডারীর গাউসিয়া হক মন্জিলে সমারোহে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। রাত সাড়ে বারটায় কেন্দ্রিয় মিলাদ মাহ্ফিল ও আখেরি মোনাজাত পরিচালনা করেন গাউসুল আযম মাইজভাণ্ডারীর প্র–প্রপৌত্র, গাউসিয়া হক মন্জিলের সাজ্জাদানশীন আল্লামা শাহ্ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মঃ)।
তিনি ওরস উদযাপনে জেলা পুলিশ, র্যাব, উপজেলা প্রশাসন, ইউপি চেয়ারম্যান, আইন–শৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যবৃন্দ, পল্লী বিদ্যুৎ, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, বাংলাদেশ রেড ক্রিসেন্ট ইয়ুথ, স্বেচ্ছাসেবক ও সকল সেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণকারীদের প্রতি ধন্যবাদ জানান।
প্রধান দিবসের কর্মসূচির মধ্যে ছিল ইসলামের ইতিহাস এবং ঐতিহ্য সম্বলিত দুর্লভ চিত্র প্রদর্শনী, উপদেশ ও দিক–নির্দেশনা সম্বলিত প্রচার, বিশুদ্ধ পানীয় জল, ওযু এবং অস্থায়ী টয়লেটের ব্যবস্থা। গতকাল বুধবার সকাল ৬টায় প্রধান সড়ক হতে হযরত কেবলার পুকুর পাড় পর্যন্ত পরিষ্কার–পরিচ্ছন্ন কর্মসূচি পালনের মাধ্যমে ওরশের সমাপ্ত হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।












