আওয়ামী লীগের প্রাক্তন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধু একাডেমি কেন্দ্রীয় কমিটি আয়োজিত স্মরণসভায় দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদ মফিজুর রহমান বলেছেন, সৎ, ন্যায়পরায়ণ ও সংগঠন দরদী নেতা ছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম। আওয়ামী লীগের দুঃসময়ে তিনি শেখ হাসিনার পাশে থেকে নেত্রীকে সাহস যুগিয়েছিলেন। লোভ, লালসা ও অপরাজনীতি এ মহান মানুষটিকে স্পর্শ করতে পারেনি। নিজ দলের জন্য তিনি ছিলেন দুঃসময়ের সাহসী নেতা। প্রণবরাজ বড়ুয়ার সভাপতিত্বে আসিফ ইকবালের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, সৈয়দ দিদার আশরাফী। প্রধান বক্তা ছিলেন, কবি নাজিমুদ্দীন শ্যামল। বিশেষ অতিথি ছিলেন, কামাল উদ্দীন চৌধুরী, সুমন দেবনাথ, আবদুল মোনায়েম চৌধুরী, আলী আহমেদ শাহিন, অধ্যক্ষ নজরুল ইসলাম খান, দুলাল কান্তি বড়ুয়া, সিরাজুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।