মহানগর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক পূর্ব নাসিরাবাদ শেরশাহ কলোনি ফকির পাড়া নিবাসী সৈয়দ মোহাম্মদ গোলাম আকবর (৭০) গতকাল শনিবার সকালে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে ….রাজেউন)।
তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। গতকাল বাদ আছর শেরশাহ কলোনি ডা. মাজহারুল হক স্কুল সংলগ্ন বড় মাঠে নামাজে জানাজা শেষে বায়েজিদ বোস্তামী মাজার সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মীর মো. নাছির উদ্দীন, গোলাম আকবর খোন্দকার, এস এম ফজলুল হক, মাহবুবের রহমান শামীম, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, আলহাজ এরশাদ উল্লাহ, আবু সুফিয়ান, নাজিমুর রহমান, আবদুল্লাহ আল হারুন, আবদুল কাদের জসিম, মো. বেলাল, মামুন আলম।
নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রিিত সমবেদনা জানান। এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, সৈয়দ মোহাম্মদ গোলাম আকবর ছিলেন একজন সৎ, ত্যাগী ও নিবেদিত প্রাণ নেতা। দলকে সুসংগঠিত করতে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। প্রেস বিজ্ঞপ্তি।