চট্টগ্রামের গীতিকার, সুরকার, কণ্ঠ ও অভিনয় শিল্পীদের সমন্বিত সংগঠন খিড়কি’র আয়োজনে চাটগাঁইয়া গানের গীতিকার ও সুরকার সৈয়দ মহিউদ্দিনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির গ্যালারি হলে সংগঠনের সভাপতি এফ এ নয়ন চৌধুরীর সভাপতিত্বে এবং বাহার মজুমদার ও জাবেদ আক্তার জেবুর যৌথ সঞ্চালনায় এতে অতিথি ছিলেন কাওয়াল শিল্পী সমিতির সভাপতি আব্দুল মান্নান কাওয়াল, মঞ্চশিল্পী সংস্থার সভাপতি আলাউদ্দিন তাহের, সাংবাদিক ও চাটগাঁইয়া গানের গবেষক নাসির হায়দার, সংগীত শিল্পী প্রেমসুন্দর বৈষ্ণব, শিল্পী শিমুল শীল।
এতে বক্তারা বলেন, সৈয়দ মহিউদ্দিন চাটগাঁইয়া গানে নতুন বাঁকবদল ঘটিয়েছেন। তিনি জীবনমুখী আঞ্চলিক গানের স্রষ্টা। তাঁর গান সংরক্ষণে উদ্যোগ নিতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস এম মানিক, শিল্পী গীতা আচার্য্য, মাসুদ খান খোকন, দোস্ত মোহাম্মদ, মোস্তফা সাগর, আলী নেওয়াজ, মহসীন চৌধুরী, এস এম ফরিদুল হক, হারুন রশিদ হারুন, এম আর সি বাবু, এম এ জাব্বার, আইয়ুব মাহমুদ, শামসুল আলম রানা, এম এ ইদ্রিস, রেশমি আক্তার, রিমা আক্তার আমেরী, লিজা আক্তার। প্রেস বিজ্ঞপ্তি।