সৈয়দ বদরুদ্দোজা মাইজভাণ্ডারীর (কঃ) খোশরোজ

| বুধবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:২৬ অপরাহ্ণ

মাইজভাণ্ডার দরবার শরীফের আওলাদে রসুল (দঃ) গাউছুল আযম সৈয়দ গোলামুর রহমান প্রকাশ বাবা ভাণ্ডারীর (কঃ) পৌত্র গাউছে জমান সৈয়দ বদরুদ্দোজা মাইজভাণ্ডারীর (কঃ) খোশরোজ শরীফ গত ২৫ ফেব্রুয়া‌রি মহান ১২ ই ফাল্গুন মাইজভাণ্ডার দরবারে পাকে মহাসমারোহে হাজারো আশেকানে উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচিতে ছিল ওয়াজ, মিলাদ কিয়াম, জিকির, জিয়ারত ও সেমা মাহফিলের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। এ মহান মাহফিলে সদারাত, ওয়াজ ও মোনাজাতের মাধ্যমে আশেকান ও দেশের সার্বিক কল্যাণ কামনা করেন উনার খেলাফত ও বেলায়তপ্রাপ্ত শাহজাদা আওলাদে রসুল (দঃ) আওলাদে গাউছুল আযম মাইজভাণ্ডারী (কঃ) ডা. আল্লামা সৈয়দ মিশকাতুন নূর মাইজভাণ্ডারী (মঃ)।

পূর্ববর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটির পুরকৌশল বিভাগে ফেস্ট ও বিদায় অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম শিক্ষা বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যানের সাথে বাকশিস নেতৃবৃন্দের মতবিনিময়