সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’রওরশ শরিফ আজ

| শুক্রবার , ১১ অক্টোবর, ২০২৪ at ৭:৫৮ পূর্বাহ্ণ

হযরত মাওলানা শাহ্‌ সুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (.)-এর ৩৬তম ওরশ শরিফ আজ শুক্রবার মাইজভাণ্ডারীর গাউসিয়া হক মন্‌জিলে উদযাপিত হবে। বাদ ফজর রওজা শরিফ গোসল ও গিলাফ চড়ানোর মাধ্যমে ওরশের আনুষ্ঠানিকতা শুরু হবে। রাত দশটায় কেন্দ্রীয় আলোচনা ও মিলাদ মাহ্‌ফিল অনুষ্ঠিত হবে। মাহফিলে আখেরি মোনাজাত পরিচালনা করবেন গাউসুল আযম মাইজভাণ্ডারীর প্রপ্রপৌত্র, গাউসিয়া হক মন্‌জিলের সাজ্জাদানশীন আল্লামা শাহ্‌সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মঃ)। ওরশ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এন্তেজামিয়া কমিটি সকল প্রস্তুতি গ্রহণ করেছে।

ফটিকছড়ি উপজেলা প্রশাসন ওরশ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করা, দেশবিদেশ হতে আগত আশেকভক্ত ও জায়েরীনদের সুবিধার্থে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা, যানবাহন নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত পুলিশ মোতায়েনের ব্যবস্থা গ্রহণ করেছে।

ওরশের সপ্তম দিবসে আজ শুক্রবার উপদেশমূলক, দিকনির্দেশনা সম্বলিত প্রচার, নগরের মুরাদপুর হতে দরবার শরিফ গেট পর্যন্ত বিটিআরটিসির দিনব্যাপী বাস সার্ভিস, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, অস্থায়ী টয়লেটের ব্যবস্থা এবং অষ্টম দিবস আগামীকাল শনিবার ভোর ৬টায় হযরত কেবলার রওজা শরিফ মাঠ হতে শানই আহমদিয়া গেট পর্যন্ত পরিস্কারপরিচ্ছন্ন কর্মসূচি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজ শাহসূফি সৈয়দ গিয়াস উদ্দিন (ক.) এর বার্ষিক ওরশ
পরবর্তী নিবন্ধবান্দরবানে বিজিবির অভিযানে ৮ গরু ও ৯ মহিষ জব্দ